Loading…

জেনে নিন কি কারনে না চাইতেও বার বার হাত চলে যায় ফোনের দিকে

কি খেলে ৩ গুণ বেড়ে যায় পুরুষের যৌন সক্ষমতা ? ডাক্তারি পরামর্শ

স্বামী স্ত্রী সহবাস করার সময় কিছু নিয়ম কানুন(ভিডিও)

>

আপনি কি খুব ঘন ঘন আপনার ফোন চেক করেন? ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ, নোটিফিকেশন কিছু না এলেও অজান্তেই অভ্যাসবশত হাত চলে যায় ওই ফোনটার দিকে? কেন এমনটা হচ্ছে বলুন তো? এই নিয়েই গবেষণা চালিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির সাইকোলজিস্ট হেনরি উইলমার ও জেসন চেইন। যেখানে উঠে এসেছে কেন কেউ কেউ ফোন ও প্রযুক্তির প্রতি অতিরিক্ত নেশাগ্রস্ত।

ঢাকায় কোটিপতি নারীরা কিভাবে ছেলের ভাড়া করছে(ভিডিও)

Loading...

মিলনের সময় স্ত্রীর বীর্যপাত হলে কিভাবে বুঝবেন?

 

মোট ৯১ জন পড়ুয়ার উপর এই নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন হেনরি ও জেসন। সোশ্যাল মিডিয়া পোস্ট করতে বা আপডেট দিতে তাঁরা কতটা সময় ফোনের পিছনে ব্যয় করনে, আর কতটা সময় শুধুই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটিতে ব্যয় করেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এই পড়ুয়াদের। সেই সঙ্গেই তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল।

 

প্রশ্ন করা হয়েছিল তারা বিপুল অঙ্কের অর্থ একেবারে পেতে চান নাকি ধীরে ধীরে কিছুটা সময় ধরে অল্প অল্প করে পেতে চান। দেখা গিয়েছে যারা ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত তাদের ধৈর্য অন্যদের থেকে কম।

 

যার ফল প্রকাশিত হয়েছে স্প্রিঙ্গার’স জার্নাল সাইকোনমিক বুলেটিন ও রিভিউতে।

নারী মনে মিলনের ইচ্ছা জাগে যে ৯টি মুহূর্তে(ভিডিও নিউজ)

জেনে একজন নারীর দ্রুত বীর্যপাত ঘটানোর উপায়

Loading...
bdtips © 2015