Loading…

প্রাক্তন প্রেমিকের ছায়া সন্তানের জীবন

baby4-655x360এতদিন সকলে জানতেন যে সন্তানকে দেখতে তার বাবার মতই হয়৷ অর্থাৎ একজন মহিলা যার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন তার সন্তানই ওই পুরুষের মতই দেখতে হবে৷ কিন্তু এবার এই ধারণা সম্পূর্ণ বদলাতে চলেছে৷

কি খেলে ৩ গুণ বেড়ে যায় পুরুষের যৌন সক্ষমতা ? ডাক্তারি পরামর্শ

স্বামী স্ত্রী সহবাস করার সময় কিছু নিয়ম কানুন(ভিডিও)

>

সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে যদি কোনও মহিলা বিয়ের আগে অন্য পুরুষের সঙ্গে সহবাস করে থাকেন তবে তার সন্তানকে তার স্বামীর মত দেখতে নাও হতে পারে৷ এমনও হতে পারে সন্তানের চেহারা একেবারেই তার প্রাক্তন প্রেমিকের মত৷ নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা সম্প্রতি গবেষণা করে দেখেছেন একজন মহিলা প্রথম যখন কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তখন মহিলার অপরিপক্ক ডিম্বাণু শুক্রাণুর কিছু অণুকে নিজে থেকেই অবশোষিত করে নেয়৷ এর প্রভাব পরবর্তী ক্ষেত্রে দেখা যায়৷ রিপোর্টে দেখা গিয়েছে যখন সেই মহিলাই অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়ে সন্তানের জন্ম দেন তখন প্রাক্তন প্রেমিকের শুক্রাণু গর্ভজাত সন্তানের রঙ-রূপ বদলে দিতে পারে৷ এমনও হতে পারে যে নবজাতক শিশুর চেহারা মহিলার প্রাক্তন প্রেমিকের সঙ্গে হুবহু মিলে যায়৷

ঢাকায় কোটিপতি নারীরা কিভাবে ছেলের ভাড়া করছে(ভিডিও)

Loading...

মিলনের সময় স্ত্রীর বীর্যপাত হলে কিভাবে বুঝবেন?

গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণা চলাকালীন তারা দেখেছেন যে অনেক মহিলাই জানিয়েছেন তাদের প্রথম সন্তানের চেহারা, গায়ের রঙ, উচ্চতা কোনও কিছুই তার স্বামীর সঙ্গে মিলছে না৷ বরং সন্তানের সঙ্গে তার প্রাক্তন প্রেমিকের মিল রয়েছে৷ সম্প্রতি এই গবেষণাটি ‘ইকোলজি জার্নাল’এ প্রকাশিত হয়েছে৷ এছাড়াও গবেষকেরা জানিয়েছেন এই গবেষণা অন্যান্য গবেষণাতেও সাহায্য করবে৷

নারী মনে মিলনের ইচ্ছা জাগে যে ৯টি মুহূর্তে(ভিডিও নিউজ)

জেনে একজন নারীর দ্রুত বীর্যপাত ঘটানোর উপায়

Loading...
Updated: January 16, 2016 — 12:41 am
bdtips © 2015