Loading…

ভয় শিশুর মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে !

download

কি খেলে ৩ গুণ বেড়ে যায় পুরুষের যৌন সক্ষমতা ? ডাক্তারি পরামর্শ

স্বামী স্ত্রী সহবাস করার সময় কিছু নিয়ম কানুন(ভিডিও)

>

ছোটবেলায় খুবই দুরন্ত ছিলাম আমি। সারাক্ষণ বনে বাদাড়ে ঘুরতাম, পুকুরের জলে ঝাঁপিয়ে পড়তাম। এখন এটা তো তখন ওটা করেই আমার দিন কেটে যেত।এজন্য মা বাবার বকুনি খেতে হয়েছে কত বার তার হিসেব নেই।

ঢাকায় কোটিপতি নারীরা কিভাবে ছেলের ভাড়া করছে(ভিডিও)

Loading...

মিলনের সময় স্ত্রীর বীর্যপাত হলে কিভাবে বুঝবেন?

আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল পুকুরে গোসল করা। স্কুলে থেকে ফিরেই এক দৌড়ে চলে যেতাম পুকুর পাড়ে। চিৎ সাঁতার, ডুব সাঁতারে পুকুর পার হয়ে যেতাম নিমেষে।

এই দুরন্তপনা কমাতে মা বাবা আমাকে নানা ভয় দেখাতেন। তারা বলতেন, জলে জুজু বুড়ি থাকে। আর ছোট শিশুরা তার খাবার।  বুড়ির বড় বড় দাঁত, নখ আছে। ছোট ছোট ছেলে মেয়েদের পা ধরে টেনে নিয়ে যায় আর ঘাড় মটকে রক্ত খায়।

আমি বোকার মতো এসব বিশ্বাস করতাম আর ভয় পেতাম। আমি আসলে বুঝতাম না জুজু বুড়ি নামে কিছুই নেই।

এরপর থেকে আমি জলে নামা একদম ছেড়ে দেই। মা নামলে তবেই আমিও নামতাম। আর দুই একটা ডুব দিয়ে উঠে যেতাম।

ভয় ব্যাপারটা এমন হয়ে গেল পুকুরের পাশ দিয়ে হেঁটে যেতেও গা ছমছম করতো। ধীরে ধীরে ভয়টা আমাকে পেয়ে বসে। অন্ধকারেও মনে হতো এই বুঝি আমাকে কেউ ধরে ফেলল। এগুলো আমাকে খুব কষ্ট দেয়। এখন বুঝি এই ব্যাপারগুলো আমার স্নায়ুতে কতটা চাপ তৈরি করত।

কোন ব্যাপারে বোঝালেই বাচ্চারা বুঝে যায়। এজন্য ভয় দেখানোর দরকার নেই। এই ভয় শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। এতে মানসিকভাবে শিশু অসুস্থও হয়ে যেতে পারে।

নারী মনে মিলনের ইচ্ছা জাগে যে ৯টি মুহূর্তে(ভিডিও নিউজ)

জেনে একজন নারীর দ্রুত বীর্যপাত ঘটানোর উপায়

Loading...
Updated: August 26, 2015 — 1:12 am
bdtips © 2015