Loading…

জেনে নিন মেয়েরা প্রেম করতে কেন ভয় পায়

zsg5445অনেক মেয়েই আছেন যারা প্রেমের সম্পর্কে জড়াতে অনেক বেশি ভয় পেয়ে থাকেন। অনেকের মুখেই শোনা যায় প্রেমের প্রতি অনীহার বাক্য, ‘কেন প্রেম করবো? কী হবে সম্পর্কে জড়ালে?’ ইত্যাদি। কেউ কেউ আবার এই ভয় নিয়েই সম্পর্কে জড়িয়ে থাকেন। তবে মন থেকে ভয় সম্পূর্ণভাবে তাড়াতেও পারেন না।

কি খেলে ৩ গুণ বেড়ে যায় পুরুষের যৌন সক্ষমতা ? ডাক্তারি পরামর্শ

স্বামী স্ত্রী সহবাস করার সময় কিছু নিয়ম কানুন(ভিডিও)

>

কিন্তু কী নিয়ে এই ভয়? কেনই বা এই সকল ভয়? কেন ভয় পান মেয়েরা সম্পর্কে জড়াতে? জানতে চান কী সেই ভয়? চলুন জেনে নেয়া যাক
১) ভুল মানুষের সাথে প্রেমের ভয়
মেয়েরা সব চাইতে বেশি ভয় পান ভুল মানুষের সাথে প্রেমকে। দেখা গেলো অনেক চিন্তা ভাবনা করেই প্রেমের সম্পর্কে জড়ালেন কিন্তু পরবর্তীতে সেই মানুষটিই ভুল মানুষ হিসেবে জীবনে ঝড় তুলে দিয়ে গেলেন। এই ধরনের ভয়ে মেয়েরা প্রেমের সম্পর্কে জড়াতে চান না। কারণ ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে কষ্ট পাওয়ার থেকে একাকি জীবন অনেক আনন্দের।
২) স্বাধীনতা হারানোর ভয়
স্বভাবত কারণেই ছেলেরা মেয়েদের উপর কর্তিত্ব খাটাতে বেশি পছন্দ করেন। সব কাজেই নিজের প্রেমিকের খবরদারী এবং সব কাজে বাঁধা পাওয়ার ভয়ে অনেক মেয়ের মন থেকে প্রেমের ইচ্ছাই চলে যায়। নিজের স্বাধীনতা হারানোর ভয়ের কারণে অনেকেই প্রেম করতে চান না।
৩) বন্ধু হারানোর ভয়
ওই ছেলের সাথে কথা বলবে না, বন্ধুদের আড্ডায় বেশি যাবে না, ঘরে থাকো, বন্ধুদের সাথে খুব বেশি মিশবে না ইত্যাদি কথার পাশাপাশি সারাক্ষণ একসাথে থাকার কারণে বন্ধু বান্ধব হারিয়ে হায় জীবন থেকে। নিজের একলা সময়েও কোনো বন্ধুর কাছে যাওয়া সম্ভব হয় না তখন। এই ধরণের বন্ধু হারানোর ভয়েও অনেক মেয়ে প্রেমের সম্পর্কে জড়াতে চান না।
৪) পরিবারের ভয়
মেয়েদের প্রেমের সম্পর্কে জড়ানোতে পিছিয়ে জাওয়ার অন্য একটি কারণ হচ্ছে পরিবারের ভয়। একটি ছেলের তুলনায় একটি মেয়ে এই দিক থেকে অনেক বেশি অসহায়। মেয়েটি তার পরিবারের কাছে বাঁধা। যদি পরিবারের মানুষজনের মত না থাকে তবে মেয়েটির কিছুই করার থাকে না। শুধু কষ্ট পাওয়া ছাড়া। অনেক ছেলেই পরিবারকে মানিয়ে নিতে পারেন কিন্তু মেয়েরা অনেক ক্ষেত্রেই পারেন না। এই ভয়ের কারণেই মেয়েরা পিছিয়ে আসেন সম্পর্কে জড়ানোর থেকে।
৫) আপত্তিকর ঘটনার শিকার হওয়ার ভয়
ইদানিংকার প্রেমের সম্পর্ক অনেক ক্ষেত্রেই শুধুমাত্র দেহ সর্বস্ব। বলতে বা সুন্তে খারাপ লাগলেও এটিই আমাদের সমাজের বর্তমান দৃশ্য। অনেক সময় নিজের প্রেমিকের দ্বারাও অনেক মেয়েরা শোষিত হন। এই ধরণের আপত্তিকর ঘটনার ভয়েও অনেক মেয়েরা প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পান।
৬) ভয়াবহ কিছু হওয়ার ভয়
ইদানিং পত্রিকার পাতা খুললেই প্রেমের সম্পর্কে প্রত্যাখ্যান কিংবা প্রেমের সম্পর্কচ্ছেদের ফলে মেয়েদের ওপরে নানা অত্যাচারের ঘটনা চোখে পড়ে। এই সকল কারনেও অনেক মেয়ে রয়েছেন যারা বলতে গেলে ছেলেদের এড়িয়েই চলেন। প্রেমের সম্পর্কে জড়ানোর কথা ভাবতেও পারেন না এই ভয়ে।

ঢাকায় কোটিপতি নারীরা কিভাবে ছেলের ভাড়া করছে(ভিডিও)

Loading...

মিলনের সময় স্ত্রীর বীর্যপাত হলে কিভাবে বুঝবেন?

নারী মনে মিলনের ইচ্ছা জাগে যে ৯টি মুহূর্তে(ভিডিও নিউজ)

জেনে একজন নারীর দ্রুত বীর্যপাত ঘটানোর উপায়

Loading...
Updated: March 3, 2016 — 1:11 pm
bdtips © 2015