loading...

ছেলের জন্মদিনে মায়ের উপহার(ভিডিও সহ)

STRIPছেলে এবার বছর আটের। ভিডিও-গেম কিংবা সাইকেল নয়। বাবুর জন্মদিনে মায়ের উপহার স্ট্রিপ ডান্স।

আট বছরে পা রাখল ছেলে। সেই উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেছিল মা। নানা ধরনের খাবার, কাউন কি ছিল না সেই অনুষ্ঠানে। তবে ছেলের জন্মদিনে মায়ের তরফ থেকে স্পেশাল উপহার ছিল স্ট্রিপ ডান্স। কি? শুনে চক্ষু চরক গাছ হল বুঝি! কিন্তু এটাই যে সত্য।

 

জন্মদিন পার্টিতে স্ট্রিপ ডান্সার ভাড়া করেছিলেন মা। তবে এখানেই শেষ নয়। স্ট্রিপ ডান্সের সেই ভিডিও আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যা রীতিমতো সাইবার দুনিয়ায় এখন ভাইরাল।

ভিডিওটি দেখতে ক্লিক করুন:

ভিডিওটিতে দেখা যাচ্ছে গোলাপি বিকিনিতে সিডাক্টিভ নাচ করছেন স্ট্রিপ ডান্সারটি। আর বার্থডে বয় চেয়ারে বসে টাকা ছড়াচ্ছে তাঁর দিকে।
ঘটনাটি ফ্লোরিডা শহরের। মায়ের এরকম কুরুচির কান্দে অবাক গোটা দেশ। ভিডিও-এর নীচে কমেন্ট বক্স ভরে যাচ্ছে কমেন্ট পাল্টা কমেন্টে। কেউ কেউ বলছেন, “ মাকে অবিলম্বে হাজতে পাঠানো হোক, সঙ্গে ওই স্ট্রিপ ডান্সারের কাছ থেকে জরিমানা নেওয়া হোক”।
কেউ আবার প্রশ্ন তুলছেন, “ এটা কি শিশু নিগ্রহ নয়? কারণ ছেলেটি মাত্র আট বছরের। এই বয়সে স্ট্রিপ ডান্স ওর জন্য খারাপ”।

loading...
Updated: April 2, 2016 — 12:26 am
bdtips © 2015